শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

MS Word কী? মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি?


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৯ বিকাল

মাইক্রোসফট ওয়ার্ড ( Microsoft Word ) -কে সচরাচর এমএস ওয়ার্ড (MS Word ) বলে ডাকা হয়। যেকোন ধরনের কম্পোজ টাইপ, প্রজেক্ট, ড্রয়িং, ছোটখাট ডিজাইনের কাজ, প্রোফাইল তৈরির কাজ, দলিল লেখা, প্রশ্নপত্র টাইপ, Microsoft Word প্রয়োজন।

মাইক্রোসফট ওয়ার্ড

মাইক্রোসফট ওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের Microsoft Corporation কতৃক তৈরী তাই একে মাইক্রোসফট ওয়ার্ড  Microsoft Word বলে নামকরণ করা হয়েছে।

মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word) যেসব কাজে ব্যবহার করা হয়
ডকুমেন্ট তৈরি, চিটিপত্র লেখা, আবেদনপত্র তৈরি করা, দরখাস্ত তৈরি করা, সিভি ও রেজুমি তৈরি করা, টেক্সট টাইপ করা, স্কুল-কলেজের প্রশ্নপত্র তৈরি করা, পোস্টার ও কার্ড তৈরি, দলিল টাইপ করা সহ আরো অনেক ধরণের কাজ সম্পাদন করা হয়।

Microsoft Word এর গুরুত্বপূর্ণ কিছু কিবোর্ড শর্টকাট

কিবোর্ড শর্টকাট কমান্ড পদ্ধতির মাধ্যমে MS Word এ কাজ দ্রুত করা যায়। নিম্নে কিছু কিবোর্ড শর্টকাট কমান্ড সম্পর্কে আলোচনা করা হলো-

কমান্ড — কাজ

Ctrl + A Select All

Ctrl + B Bold

Ctrl + C Copy

Ctrl + X Cut

Ctrl + Y Redo

Ctrl + Z Undo

মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ডিলিট করার নিয়ম

মাইক্রোসফট ওয়ার্ডে কোন লেখা ভুল হলে ঐ লেখা ডিলিট করার প্রধান দুইটি নিয়ম হলো-

১। Backspace Key এর মাধ্যমে ডিলিট করা যায় এবং

২। Delete Key এর মাধ্যমে ডিলিট করা যায়

Backspace Key লেখার শেষের দিক থেকে ডিলিট করতে চাইলে এই Backspace Key ব্যবহার করতে হবে। এতে একটি একটি করে অক্ষর ডিলিট করা যাবে। এছাড়াও Backspace Key দিয়ে যতটুকু লেখা ডিলিট করা প্রয়োজন ততটুকু লেখা সিলেক্ট করে নিয়ে,Backspace Key চাপলেই সিলেক্টকৃত অংশটুকু ডিলিট হয়ে যাবে। আর Delete Key এর মাধ্যমে লেখার ডানদিক থেকে ডিলিট করা যাবে।

মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ করার নিয়ম

মাইক্রোসফট ওয়ার্ডে কোন ফাইল সেভ করার নিয়ম হলো- কোন লেখা শেষ হলে তা সেভ করে রাখার জন্য File মেনু থেকে Save এ ক্লিক করলে Save As ডায়ালগ বক্স আসবে। তারপর File Name বক্সে যে কোন একটি নাম দিয়ে ডকুমেন্টটি Save করতে পূনরায় Save বাটনে ক্লিক করতে হবে।

আজ MS Word লেখাটি এ পর্যন্ত শেষ করছি।

আইটি স্কিল সস্পর্কিত টিপসগুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখুন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত