ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইমনের খোঁজ নেয়নি কেউ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫১ দুপুর

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ইশরাত শাওয়াল ইমন গত ৪ই আগস্ট নান্দাইল উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল চলাকালীন সময়ে আওয়ামী ছাত্র লীগের মিছিলে ধাওয়া খেয়ে মারাত্মকভাবে আহত হয়ে দেড়মাস অতিবাহিত হলেও প্রশাসন কিংবা অন্য কেউ খোঁজ খবর নেয়নি বলে জানা গেছে।

নান্দাইল উপজেলা সদর চন্ডীপাশা আদর্শ পলস্নী এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাদিরের পুত্র মোঃ ইশরাত শাওয়াল ইমন আহত হলে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দুই দফায় চিকিৎসা করার পরেও কোন প্রতিকার না পেয়ে ১৫ই সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের কেবিনে জায়গা সংকোলন না হওয়ায় ডেল্টা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা শেষে দীর্ঘদিন বিশ্রামে থেকে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসক আরো জানান পিছনের নার্ভ এর রগ দুটি ছিড়ে যাওয়ায় দীর্ঘ বিশ্রাম প্রয়োজন।

আহত ইমনের পিতা আব্দুল কাদির জানান, দীর্ঘ দেড় মাস ধরে আমার পুত্র বিছানায় ব্যাথায় কাতরাচ্ছে। কিন্তু কেউ খোঁজ খবর নেয় নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত