রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

কেন্দুয়ায় ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ০১ নভেম্বর ২০২৫, ০৫:০১ বিকাল

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ বিষয়কে প্রতিপাদ্য করে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করে ৫৪ তম জাতীয় সমবায় দিবসের শুভ উদ্ভোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।

এ সময় সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান চৌধুরী। উদ্ভোধনের পর এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, কথায় নয়, সমবায়ের শ্লোগানকে গুরুত্ব দিয়ে এর নীতি আদর্শ মেনে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমাবায়ী সংগঠনের নেতারা তাদের বক্তবের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত