রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ক্ষুদে শিশুদের চেষ্টায় ৩শ তালের বীজ রোপণ


  ক্লোডিয়া নকরেক কেয়া

প্রকাশ :  ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ দুপুর

শনিবার ৪ অক্টোবর ২০২৫ সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত রাস্তার পাশে তালের বীজ রোপন করেছে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা স্লোইসগেইট প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। নালিতাবাড়ী নাকুগাও প্রধান সড়ক হতে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দের কিলোমিটার রাস্তার তাল বীজ রোপন করে শিক্ষার্থীরা।

জানা যায়, বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রত্যেকের বাড়ি এবং আশপাশের বাড়ি থেকে এই তাল বীজ সংগ্রহ করে স্কুলে এনে জড়ো করে। এর আগে বিদ্যালয়ের শিক্ষকরা তাল গাছের উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে বলে এই কাজে উৎসাহিত করে। 

এলাকার ইউপি মেম্বার আজাহার আলী বলেন, "ছোট বাচ্চাদের এই উদ্যোগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বড়রা যা ফালাই দেই ছোটরা তা কাজে লাগাইসে। পরিবেশ সংরক্ষণে তাল গাছের উপকারিতা অনেক।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, "তাল গাছ শুধু বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে না, বরং তাল গাছের নানান উপকারিতা রয়েছে। মানুষ বিভিন্নভাবে তাল গাছ দ্বারা উপকৃত হয়। যেমন: তালপাতার পাটি, তালপাতার পাখা একদা ছিল জনপ্রিয়। তালের রস, তালের গুড়, তালের শাঁস দিয়ে সুস্বাদু মিষ্টি খাবার রান্না করা হয়। তাল দিয়ে ঐতিহ্যবাহী অনেক পিঠা তৈরি করা হয়। তালের গাছের কাঠ বাড়ি নির্মানের  কাজে ব্যবহার করা হয়।"

বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাফিজুর রহমান লিটন বলেন আমাদের  দেশে বজ্রপাত এর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে প্রাণহানির সংখ্যাও বাড়ছে। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল দিন দিন কমে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকলের গাছ লাগানো প্রয়োজন।

তাল বীজ রোপনের সময় উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার এবিএম সাব্বির মোকাম্মেল কাজল, আঃ লতিফ, নুরুল আমীন মাস্টার, ছাত্রনেতা ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাত্রদল নেতা বুলবুল, কায়েস সহ অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী। এ সময় শিক্ষার্থীরা "তাল বীজ লাগাবো পরিবেশ বাঁচাবো " বলেও শ্লোগান দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত