রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় ব্রি-১১০ ধানের শস্য কর্তন ও মাট দিবস পালিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০১ নভেম্বর ২০২৫, ০৬:০৫ বিকাল

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন এর কেবলপুর গ্রামে শনিবার ব্রি-১১০ জাতের ধানের শস্য কর্তন ও মাট দিবস পালিত হয়েছে। 
 
এ উপলক্ষে কেবলপুর মাদ্রাসা মাঠে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট , নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এবং এলএসটিডি প্রকল্পের সার্বিক সহযোগিতায় বিশাল কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
 
উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনা মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো,খালিদ হাসান তারেকের সঞ্চালনায় সমাপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর এল এস টি ডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড, মো,আনোয়ার হোসেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, উপজেলা কৃষি অফিসার মো,সাইফুল ইসলাম, সহ, কৃষি অফিসার আল আমিন ও সিনিয়র সাংবাদিক মো,ফখরুল আলম খসরু। 
 
আলোচনা সভায় পানি সহনশীল, ব্রি,১১০ ধান এ-র পানি সহনশীলতা,অধিক উৎপাদন সক্ষমতা,ও আর্থিক লাভের বিষয় টি নিয়ে আলোচকরা আমন সিজনে ব্যাপক ভাবে চাষাবাদ এর জন্য  কৃষকদের সহায়তা  কামনা করেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত