চুয়াডাঙ্গায় এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা জরিমানা
মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০১:০৫ দুপুর

তেল পরিমাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে অবস্থিত মেসার্স এমএম ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে, সেই বিষয়ে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে ১ টা ৪৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিজেল, অকটেন ও পেট্রোল-এই তিনটি জ্বালানি তেলের পরিমাপে ক্রেতাদের কাছে কম দেওয়ার একাধিক প্রমাণ হাতে আসে ভ্রাম্যমাণ আদালতের।
অভিযানে দেখা যায়, পরিমাপে কারচুপি করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকিয়ে আসছিল ফিলিং স্টেশনটি। এই গুরুতর অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স এমএম ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে পরিমাপ সংক্রান্ত কারিগরি সহায়তা ও তদারকির জন্য উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেট্রোলজি পরিদর্শক নাজমুস সায়াদত। তাঁর উপস্থিতিতেই তেলের পরিমাপের ত্রুটিগুলো হাতে-কলমে যাচাই করা হয় এবং জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান জানান, "জনসাধারণের কাছ থেকে নিয়মিতই তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ আসছিল। আজকের অভিযানে সেই অভিযোগের সত্যতা মিলেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিমাপে কারচুপি করে ক্রেতাদের ঠকালে কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যাতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না ঘটে।"

_medium_1761998700.jpg)
_medium_1761994024.jpg)
_medium_1761994878.jpg)



