দুর্গাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ দুপুর
 (1)_original_1761993664.jpg)
নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘‘সাম্য ও সমতায় - দেশ গড়বে সমবায়’’ এই প্রতিপাদ্যে শনিবার (১ নভেম্বর) সকাল থেকে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বর থেকে অনুষ্ঠিত র্যালি শেষে, উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অন্যদের মাঝে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মাহমুদুল হাসান, সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সমবায়ী নবী হোসেন, আবুল কালাম আজাদ প্রমুখ।
আলোচনা শেষে, বিভিন্ন সমবায় সমিতির মধ্যে কেটাগরি অনুযায়ী ইউনিটি মাল্টিপারপাস, পিপুলনারী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, ও উষা ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতি কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয় এবং অন্যান্য সমিতিকে উন্নয়নমুখী কাজ করার জন্য আহবান জানানো হয়।

_medium_1761998700.jpg)
_medium_1761994024.jpg)
_medium_1761994878.jpg)



