নান্দাইলে বিএনপি নেতার মৃত্যুতে দোয়া মাহফিলে আনোয়ারুল মোমেন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:৪৪ দুপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পৌরসভা কার্যালয়ে (৩০ অক্টোবর ২০২৫) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইন্তেকাল করা ছাত্রদল নান্দাইল উপজেলার সাবেক সভাপতি ও কৃষকদল নান্দাইল উপজেলার সভাপতি মরহুম হাশিম উদ্দিন হাশিম সাহেবের রূহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা কর্মকর্তা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (অবঃ)।
দোয়া মাহফিলে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বলেন— “হাশিম ভাই ছিলেন নান্দাইলের রাজনীতিতে নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মতো একজন কর্মীবান্ধব মানুষকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ওমর ফারুক নোমানী, যুগ্ম আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আবু তাহের সিদ্দিক, সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও যুগ্ম আহবায়ক, নান্দাইল উপজেলা বিএনপি।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নান্দাইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত কর্মীদের মধ্যে মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থনের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকে জানান, তাঁর দেশপ্রেম, সততা ও সংগঠনগত দূরদর্শিতা নান্দাইলের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁরা বিশ্বাস করেন।
শেষে মরহুম হাশিম উদ্দিন হাশিম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

_medium_1761998700.jpg)
_medium_1761994024.jpg)
_medium_1761994878.jpg)



