বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

সুন্দরবনে আগুন নিয়স্ত্রনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৫ মে ২০২৪, ০৪:০৯ সকাল

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নির্বাপণের কাজ শুরু হয়েছে।  

রোববার (০৫ মে) সকাল ৮টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।

পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেছে বন রক্ষার কাজে।  

এর আগে গতকাল শনিবার (০৪মে) পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত  হয়। তবে সন্ধ্যা হওয়ায় তারা অভিযান সমাপ্ত করে চলে যায়। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রাশসন আগুন নির্বাপণের কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ তদারকি করছেন। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা গাজী মো. নুরুল কবির, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিকুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, থানর ওসি মো. সামসুদ্দীন ঘটনাস্থলে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত