শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
শিরোনাম

নবাগত জামালপুর পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের সঙ্গে জেলা কর্মকর্তাদের পরিচিতি সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৬ দুপুর


জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের সঙ্গে জেলার অফিসারগণকে পরিচয় করানোর জন্য শনিবার (২৯ নভেম্বর) একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং নবাগত পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “সামনে নির্বাচন। জেলা পুলিশ যেন একটি পরিবারের মতো কাজ করে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। নিজের ইউনিটকে নিজের পরিবার মনে করলে কোনো সমস্যা থাকবে না।” তিনি আরও যোগ করেন, “আজ আমাদের প্রাথমিক পরিচয় হলো। ভবিষ্যতে আরও আলোচনা ও পরিচয় হবে।”

এর আগে পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা, জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ডিবি, ডিআইও, ট্রাফিক ও কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

জেলা পুলিশ ও জামালপুরবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত