বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২২ এপ্রিল ২০২৫, ০২:৩০ দুপুর

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পী (৩৪)কে গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিকালে রাঙামাটি শহরের মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার বাসিন্দা হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাহেদ উদ্দিন জানান, সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহরের মানিকছড়ি পুলিশ চেকপোস্ট থেকে সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতয়ালী থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত