শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

গোবিন্দগঞ্জে কিশোরীর রহস্যজনক মৃত্যু 


  সিদ্দিক আলম দয়াল

প্রকাশ :  ১৪ মার্চ ২০২৫, ০৪:০৪ সকাল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রুপালি খাতুন (১৬) নামে এক কিশোরীর  রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। 

বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে মৃত্যুরহস্য উদ্ঘাটনের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। 

পারিবারিক সুত্রে জানায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে রুপালি খাতুন নিজ বাড়ির  শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়নায় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে স্বজনরা দ্রুত তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংজ্ঞাহীন অবস্থায় রুপালীকে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে লাশের সুরতহাল রিপোর্ট করেন। কিশোরীর মৃত্যু অস্বাভাবিক ও রহস্যজনক মনে হওয়ায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম কিশোরী মৃত্যুর বিষয়টি স্বীকার  করে বলেন ময়নাতদলন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত