শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

শেরপুরে ইসি’র অধীনে এনআইডি’র দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৩ মার্চ ২০২৫, ০৪:২০ দুপুর

জাতীয় পরিচয়পত্র পরিষেবা  বাংলাদেশ নির্বাচন কমিশন হতে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এসোসিয়েশন ঘোষিত 'স্ট্যান্ড ফর এনআইডি' কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে শেরপুর জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমানসহ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত