শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৯:১৭ রাত

শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
১১ মার্চ আনুমানিক রাত দশটার সময় শেরপুর শহরের মীরগঞ্জ তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরে ১২ মার্চ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট, ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা, ছাত্র হত্যা সহ মোট ছয়টি মামলা আসামি ছিলেন নাজমুল ইসলাম সম্রাট ।
পরিবার সুত্রে জানা যায়, নাজমুল ইসলাম সম্রাট ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে বাসা থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল ইসলাম সম্রাটকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে ৬টি মামলায় তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।