টিকটককে টেক্কা দিতে নতুন চমক ইনস্টাগ্রামের

আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১:২৫ দুপুর
_original_1741152294.jpg)
বিশ্বব্যাপী জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও ইনস্টাগ্রাম। তবে টিকটককে টেক্কা দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম।
জানা গেছে, টিকটককে টেক্কা দিতে ইনস্টাগ্রামের শর্ট ভিডিও ফিচার ‘রিলস’কে একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনা করছে মেটা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এই সুযোগকে কাজে লাগাতে চায় মেটা। টিকটকের বিকল্প হিসেবে ইনস্টাগ্রামের ‘রিলস’ ফিচারকে স্বতন্ত্র অ্যাপ হিসেবে আনার পরিকল্পনা করছে মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের সঙ্গে আলোচনায় রিলসকে আলাদা অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। যদিও এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
মার্কিন কংগ্রেস ২০২৪ সালে একটি আইন পাস করে, যেখানে বলা হয়, চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স যদি ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।
তবে এটি তখনই সম্ভব, যদি মেটা যথাযথভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে এবং রিলসের জন্য একটি সুসংগঠিত, ব্যবহারকারী-বান্ধব নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে।
উল্লেখ্য, মেটা ২০১৮ সালে ‘লাসো’ নামে একটি স্বতন্ত্র ভিডিও-শেয়ারিং অ্যাপ চালু করেছিল, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী হওয়ার লক্ষ্য নিয়ে বাজারে এসেছিল। কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় পরে সেটি বন্ধ করে দেওয়া হয়।