রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

রূপসী শেরপুর এর শীত বস্ত্র বিতরণ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩২ দুপুর

রফিক মজিদ, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দূস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন। 

শুক্রবার ৩১ জানুয়ারি দুপুরে ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু এবং আরফানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লুৎফর রহমান, শেরপুর প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মুগনিউর রহমান মনি, সমাজসেবক এম.এ রায়হান, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ জাহিদুল খান সৌরভ, মোঃ সৈয়দ আলী খান, মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন মির্জা, সহ-সভাপতি খন্দকার মনির হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর রহমানসহ অন্য সদস্যরা।

শেরপুর প্রসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মুগনিউর রহমান মনি বলেন, রুপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতানিয়ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সমাজের বিত্তবানরা যেন সংগঠনটির পাশে এসে দাঁড়ায়।

এম.এ রায়হান জানান, সংগঠনটি বৃক্ষরোপন, বিনামূল্যে রক্তদান, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি আশা করি একদিন রুপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনটি জেলার অন্যতম প্রতাষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লুৎফর রহমান বলেন, এখনকার যুব সমাজ নেশায় আসক্ত, ফেইসবুক ইন্টারনেট নিয়ে ব্যাস্ত। কিন্তু রুপসী শেরপুরের তরুনরা ভিন্ন। তারা সমাজের কথা ভাবে সমাজের মানুষের জন্য কাজ করে। এরকম সংগঠন শেরপুর আছে বলে অসহায় মানুষরা সুবিধা পাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত