বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

অবসরে গেলেন ঔটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম


  রুহুল আমিন

প্রকাশ :  ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ দুপুর

দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর গ্রহণ করলেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম খাঁন। তার অবসর উপলক্ষে বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকবৃন্দ গত সোমবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। 

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাহমিদা ইয়াছমীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক মৃধা, কাপশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আব্দুল বারেক মিয়া, অভিভাবক মো. এনামুল ইসলাম খান, মো. ইউসুফ খান, মো. রুক্কু তালুকদার, ঔটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসউদুর রহমানসহ অন্যান্য সহকারি শিক্ষক বৃন্দ। এ সময় বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্বরুপ, ক্রেস্ট, মানপত্র ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত