ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় প্রাক-বড়দিন উদযাপন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযান উপলক্ষে প্রাক-বড়দিন উদযাপিত হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসুচি পালিত।

এ উপলক্ষে আয়োজিত কেককাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলায় নব যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন উপজেলা শাখার চেয়ারম্যান মনেশ নকরেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রিয়াদ মাহমদ, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, ফাদার সুনির্মল মৃ প্রমুখ।

আগামী ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন হবে। উপজেলার ৮টি গীর্জায় বড়দিন উদযাপনের জন্য ব্যপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বড়দিন যাতে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপুর্নভাবে উদযাপন করতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত