যমজ সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় শরীফা ও হযরত দম্পতি
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ দুপুর
দিন যায়, মাস যায়, বছর যায় ভাগ্য বদলায় না শরীফ বেগমের। অসুখ-বিসুখ, আর অসহায়ত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। বলছি, উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা ঝাকুয়াপাড়া গ্রামের শরিফা ও হযরত আলী দম্পতির জীবন যাপনের কথা। অভাব যেন তাদের নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
যমজ দুই সন্তানসহ মোট তিনটি সন্তান নিয়ে বিপাকে পরেছে পরিবারটি। কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস শরীফা বেগমের স্বামী হযরত আলী প্রায় বছর হলো দুই চোখে দেখতে পান কম। অন্ধ চোখ ও অসুস্থ শরীর নিয়ে এখন আর আগের মত হাটাচলা করতে পারে না। তার সুচিকিৎসাসহ যাবতীয় সবকিছুই বহন করার মত কিছুই নেই তার। শরিফা বেগম ও হযরত আলী দম্পতির জীবন চলে এখন অভাব অনটনে।
হযরত ও শরিফা দম্পতির বিষয়ে এলাকাবাসী বলেন, সুস্থ থাকার সময় তারা অন্যের বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতো। এখন অসুস্থতাজনিত কারনে ও যমজ সন্তানকে নিয়ে কষ্ট করে চলতে হয়।
এলাকার সোহরাব মিয়া জানান, শরিফা ও হযরত দম্পতির পরিবারকে নিয়ে খুব চিন্তা হয়। আল্লাহপাক যেন এদের প্রতি সহায় হন। তিনি আরোও জানান বাচ্চাদের খাবারসহ সু-চিকিৎসার জরুরী প্রয়োজন।
অসহায় পরিবারটির বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার কামরুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, একটি আবেদন দিতে বলেন ,যাচাই-বাচাই করে সরকারি ভাবে তাকে সহযোগিতা করা হবে।