ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

পুলিশ সমাজের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ দুপুর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেছেন, পুলিশ সমাজের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিজি প্রেস খেলার মাঠে পুলিশ, ছাত্র-জনতা ও শিল্পাঞ্চল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আপনারা জানেন ৫ আগস্টের পর থানা ও ট্রাফিক পুলিশ কেউই স্বাভাবিক কাজকর্ম করতে পারেনি। যখন পুলিশ তাদের দৈনন্দিন কাজ করতে পারেনি তখন জনগণ কতটা নিরাপত্তাহীনতায় ভুগেছিল। সারা দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল। তখন মানুষ পুলিশের প্রয়োজনীয়তা বুঝেছিল। পুলিশ ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। পুলিশ সমাজের সাধারণ মানুষেরই অংশ। পুলিশ সদস্যরা এ সমাজেরই সন্তান। তাই আপনাদের নিরাপত্তা দেওয়াটা যেমন পুলিশের কাজ তেমনি তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাও আপনাদের কর্তব্য।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত