ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

জার্মানি ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ রাত

প্রতীকী ছবি

বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে জন্য ১৮ কোটি ৮ লাখ ইউরো বা প্রায় ২ হাজার ২৬৫ কোটি টাকার ঋণ দিচ্ছে জার্মানি। এ নিয়ে বৃহস্পতিবার সরকার ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এ্যাকহিম ট্রসটার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ঋণ থেকে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি প্রকল্পের ব্যয় হবে ৫ কোটি ইউরো। এ ছাড়া সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে ৯ কোটি ৫৫ লাখ ইউরো, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইডি) প্রকল্পের জন্য ৫০ লাখ ইউরো, সোশ্যালি অ্যান্ড এনভায়রনমেন্টালি সাউন্ড সাপ্লাই চেইনস, ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পে ১ কোটি ২০ লাখ ইউরো, প্রডাকশন অব বায়োডাইভার্সিটি প্রকল্পে ৬০ লাথ ইউরো ব্যয় করা হবে। এ ছাড়া শিশু ও নারীদের গৃহকর্মে নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পের জন্য ব্যয় করা হবে ৭০ লাখ ইউরো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত