ঢাকা, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
শিরোনাম

আবু আব্বাছ কলেজের সাধারণ ছাত্রদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ দুপুর

গত ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগত সন্ত্রাসীরা আক্রমণ করে আবু আব্বাছ কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ১১.৩০সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কলেজ প্রাঙ্গন থেকে শহরের প্রধান সড়ক দিয়ে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল  করে।

পরবর্তীতে প্রেসক্লাব মোড় সড়কটি অবরোধ করে অবস্থান করে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন নিজের কলেজে আমরা আজ নিরাপদ নয়। এমন ন্যক্কারজনক ঘটনা আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে করার সাহস না পায় সেজন্য প্রশাসনের নিকট জোর দাবি জানায়।

১৭ সেপ্টেম্বরের হামলায় আহত হয়েছেন অনেক সাধারণ শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে আবু আব্বাছ কলেজের ছাত্র তামিম, ইলিয়াস, সৌরভ, সাব্বিরসহ অনেকেই সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত