ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ৪ প্রার্থী


  নিউজ ডেস্ক

প্রকাশ :  ০৭ জানুয়ারী ২০২৪, ০৮:০৮ সকাল

মো: জায়েজুল ইসলাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেলেন ৪ প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন পেলেন নৌকা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ পেলেন লাঙ্গল প্রতীক, একমাত্র স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক ড. আনোয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক আর তৃণমুল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী পেলেন সোনালী আঁশ। আজ সোমবার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর আগে ১৬১, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য ৩ স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মিছবাহুজ্জামান চন্দন ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল। তাদের মধ্যে আপিল করে মনোনয়ন ফিরে পান স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ড. আনোয়ার হোসেন। প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারনায় নামেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমদ হোসেনের উপস্থিতিতে বিকেলে উপজেলার শ্যামগঞ্জ বাজারে নৌকা প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সন্ধ্যার পর পূর্বধলা উপজেলা সদরেও মিছিল দেন আহমদ হোসেন। একই দিনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদারের নেতাকর্মীদের অংশগ্রহনে উপজেলা সদরে লাঙ্গল প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত