ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন
মো: শরিফুল ইসলাম
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১৩ বিকাল
_original_1764155571.jpg)
নানান কর্মসূচির মধ্যে দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি,প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা।
এ উপলক্ষে বুধবার (২৬নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী মুক্ত আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাম্মিম জাহান সহ আরো অনেকেই। স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডাঃ এমদাদুল হক। প্রদর্শনীতে ২৪টি স্টল অংশগ্রহণ করে।

_medium_1764218292.jpg)
_medium_1764064876.jpg)
_medium_1764064423.jpg)
_medium_1764155496.jpg)


