নেত্রকোনায় কীটনাশকের বিপদ-আপদ’ বিষয়ক গ্রাম আলোচনা ও গ্রামীণ প্রচার-প্রচারনা
মির্জা হৃদয় সাগর
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:১০ বিকাল

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড়কাইলাটি গ্রামে নবযাত্রা কৃষক সংগঠনের উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক)-এর সহযোগিতায় ‘কীটনাশকের বিপদ-আপদ’ বিষয়ক গ্রাম আলোচনা ও গ্রামীণ প্রচার-প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কৃষি প্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, স্থপতি রৌদসী চক্রবর্তী, ভার্সেকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ও সাংবাদিক আবু সুফিয়ান।
বক্তারা বলেন, অযাচিত কীটনাশক ব্যবহার মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও মাটির উর্বরতায় মারাত্মক প্রভাব ফেলে। তাই কৃষকদের জৈব কৃষিচর্চা বাড়ানোর পাশাপাশি বুদ্ধিভিত্তিক কীটব্যবস্থাপনায় সচেতন হতে হবে। মাঠে কীটনাশক প্রয়োগের সময় মুখে মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহারের তাগিদ দেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে ৫০ টি মাস্ক বিতরণ করা হয়।

_medium_1764218292.jpg)
_medium_1764064876.jpg)
_medium_1764064423.jpg)
_medium_1764155496.jpg)


