পূর্বধলায় ‘আশা সিমেন্ট- স্বপ্ন কারিগর’ কর্মশালা অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ দুপুর

আবুল খায়ের গ্রুপের জনপ্রিয় পণ্য আশা সিমেন্ট-এর উদ্যোগে নেত্রকোনার পূর্বধলায় নির্মাণশিল্পের কারিগর ও সাব-কন্ট্রাক্টরদের নিয়ে “স্বপ্ন কারিগর” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা সদরের স্টেশন রোডে মোস্তফা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
স্থানীয় ডিলার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ–এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রতিষ্ঠানের ডিলার খন্দকার সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা সিমেন্টের ময়মনসিংহ রিজিওন ম্যানেজার মো. তৌহিদ রহমান।
কর্মশালায় নির্মাণসংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি দিক, সিমেন্টের গুণগত মান, সঠিক নির্মাণ-প্রযুক্তি এবং ব্র্যান্ডিং কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। ব্র্যান্ডিং সেশনে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-নেত্রকোনা এরিয়া মার্কেটিং অফিসার মো. ওমর ফারক এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার ইয়ামিন হোসেন।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

_medium_1764218292.jpg)
_medium_1764064876.jpg)
_medium_1764064423.jpg)
_medium_1764155496.jpg)


