ফুলপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
মোতালেব সরকার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৪ বিকাল

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রানিসম্পদ ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে আয়োজিত আলোচনা সভায় ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামুর সঞ্চালনায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.তারেক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসনিম জাহান,উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার আমবিয়া খাতুন, ফুলপুর প্রেসকাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, নুরুল আমিন, খামারিদের মাঝে মিক- ডে মালিক মাহমুদুল হাসন মামুন।
এ মেলায় প্রাণী নিয়ে আসা খামারীদের বিভিন্ন ৩০ টি স্টল ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিম জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু।
এসব প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের গবাদি পশু যেমন গাভী বাছুর,ষাঁড়, ছাগল, ভেড়াঁ, মুরগি, হাঁসের বাচ্চা, কবুতর, সৌখিন পাখি এবং পোষা প্রাণী স্থান পায়। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল ও সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর।

_medium_1764218292.jpg)
_medium_1764064876.jpg)
_medium_1764064423.jpg)
_medium_1764155496.jpg)


