শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত -২


  মো: মিনারুল ইসলাম

প্রকাশ :  ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ দুপুর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২২) ও তানজিল আহমেদ (২১) নামের দুই যুবক নিহত হয়েছে। 
 
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩:০০ টার দিকে উপজেলার কাদিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত সেলিম উদ্দীন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে ও তানজিল আহমেদ একই গ্রামের তারিক হোসেনের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ দুই বন্ধু মোটরসাইকেল যোগে উপজেলার সুবলপুর গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে চালক সেলিম উদ্দিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিন নিহত হয়। 
 
সহযোগী তানজিলকে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত