নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটের কাপড় পট্টিতে আগুন পুড়ে ২৫টি দোকান
ফয়সাল চৌধুরী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:০৯ বিকাল

নেত্রকোনার মদন পৌরশহরের বৃহৎ মার্কেট মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে বুধবার সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের অন্তত ২৫ টি কাপড়ের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,আজ সকালে মার্কেটের কাপড়ের পট্টির একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে মদর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ২৫ টি কাপড়ের দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

_medium_1764218292.jpg)
_medium_1764064876.jpg)
_medium_1764064423.jpg)
_medium_1764155496.jpg)


