শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৫ নভেম্বর ২০২৫, ১১:০২ দুপুর

পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫।
 
সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা।  “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে।
 
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও  শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম । 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মোঃ সামসুল আলম।
 
অতিথিরা তাদের বক্তব্যে বলেন-উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং পোল্ট্রি খাতের সার্বিক অগ্রগতিতে সমন্বিত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। পিকেএসএফ এবং ডিএসকে ভবিষ্যতেও এই উন্নয়নযাত্রাকে বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।
 
উদ্যোক্তারা জানানএ মেলা তাদের জন্য শুধু প্রদর্শনীর জায়গা নয়; বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং বাজার সংযোগ সৃষ্টির এক মূল্যবান সুযোগ।
 
আয়োজক প্রতিষ্ঠান ডিএসকে জানায় “উদ্যোক্তাদের পাশে আমরা আছি, থাকবো; তাদের উন্নয়নই আমাদের শক্তি।”
 
দিনব্যাপী এই আয়োজন পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে-এমনটাই মত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত