শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহের এক আদর্শ তরুণ রাজনের কর্মময় বর্ণিল জীবনবৃত্তান্ত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ নভেম্বর ২০২৫, ০৫:১৭ বিকাল

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম (রাজন) ১৯৯২ সালে ময়মনসিংহের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সদা সোচ্চার ছিলেন এবং জাতীয় পর্যায়ের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৩ সালে ইসলামী রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে উলামা-মাশায়েখদের ডাকা অর্ধদিবস হরতালে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সরকারের রোষানলে পড়ে ছয় মাসের নির্যাতনের শিকার হন।
 
শিক্ষা জীবন শেষ করে তিনি সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগদান করেন এবং কর্পোরেট ও ইনভেস্টমেন্ট বিভাগে কাজ করেন। তাঁর সাফল্যের স্বীকৃতিস্বরূপ হংকং ভিত্তিক ‘দি এসেট ট্রিপল এ’ কর্তৃক আন্তর্জাতিক সেরা এসএমই ব্যাংকার হিসেবে সম্মানিত হন। এছাড়াও, তিনি জেদ্দা-ভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ইসলামিক ট্রেড ফাইনান্সিং বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মালয়েশিয়ার ইসলামিক ফাইন্যান্স রোড শো-তে উপদেষ্টা হিসেবে কাজ করার সম্মাননা পান।
বর্তমানে তিনি ঢাকায় একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের বৃহত্তম স্টার্ট-আপে ইসলামিক ফাইন্যান্স চালু করেছেন। 
 
ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে শিক্ষা গ্রহণকারী রৌনক-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। রৌনক বর্তমানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত