মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

শেরপুরে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪২ দুপুর

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন মাদক মামলার আসামী এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পশ্চিমপাড়া এলাকার তিনানী–ঝিনাইগাতী সড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি মো. আলমগীর (২৩) ও মো. রিপন (১৮)–কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাতে গাজীপুরে যৌথ অভিযানে গাজীপুর জেলার বাসন থানার হারিকেন এলাকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো. রাকিব ওরফে ডিপজল (২০)–কে গ্রেফতার করা হয়।

এদিকে, ১৭ অক্টোবর রাতে র‌্যাব-৩ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. মজিবুর রহমান ওরফে সেলিম (৪৫)–কে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণনগর কাঠমা পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত চার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত