শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় খলিশাউড় কৃষি ব্যাংক ব্যবস্থাপককে বিদায়ী সংবর্ধনা


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৫, ১২:০৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় উপজেলার খলিশাউড় কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কুন্তল সাহাকে বদলী জনিত বিদায় সবংর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১ জুলাই) খলিশাউড় ইউনিয়নের মাসুদ এন্ড জজ কোচিং সেন্টার কার্যালয়ে এ সবংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক বিরিশিরি শাখার ব্যবস্থাপক আতাউল্লাহ খান মাসুদ, বিদ্যা ভুবন স্কুলের সহকারী শিক্ষক আল আমিন ফকির, মাসুদ এন্ড জজ কোচিং সেন্টারের প্রধান শিক্ষক রাজু আহমেদ জজসহ এলাকাবাসী ও সুধীবৃন্দ।

কুন্তল সাহা ২০২২ সালের ১১জানুয়ারি পূর্বধলা উপজেলা খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় শাখায় যোগদান করেন। পরে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ২৪ জুলাই, কেন্দুয়া থানার সাহিদপুর শাখায় বদলী হয়।

এছাড়া একই দিনে মাসুদ এন্ড জজ কোচিং সেন্টারে পরীক্ষা প্রস্তুতি গ্রহন করা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত