পূর্বধলায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৩:০১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কীমের আওয়াতায় উপজেলার এসএসসি, এসএসসি ভোক, দাখিল, উচ্চ মাধ্যমিক, আলীম পরীক্ষার ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ২৯জনকে এ পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এম.এম এ আউয়াল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর সিদ্দিক। মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরে আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও: শহিদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান, শিক্ষার্থী আহমেদ রেজা, ইসরাত জাহান সুমাইয়া, আরিফ হোসাইন প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার সরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে সনদ ও ক্রেস্ট তোলে দেওয়া হয়। এর আগে প্রত্যেককেই ১০হাজার টাকা করে তাদের নিজ নিজ একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।