রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ‘জুলাই বিপ্লবী চেতনা’ স্মরণে স্মৃতিচারণ ও সম্মাননা অনুষ্ঠান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ আগস্ট ২০২৫, ০৮:৪৪ রাত

“ছাত্র-জনতা ঐক্য” এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনার পূর্বধলায় আয়োজন করা হয় ‘জুলাই বিপ্লবী চেতনা ও দর্শনকে বাঁচিয়ে রাখা’ বিষয়ক স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

শনিবার (২ আগস্ট) বিকেলে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আন্দোলনের দেয়ালিকা উন্মোচন, স্মৃতিচারণ, দেশাত্মবোধক সংগীত, ডকুমেন্টারি প্রদর্শন, সম্মাননা স্মারক প্রদান এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির হাবিব, যুগ্ন আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফেয়ী শ্রাবন ও জামায়াতের প্রতিনিধি ইমরুল হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা শিক্ষার্থী ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল ইসলাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু, সাদিয়া জুই, রাব্বি, রাফিন আহমেদ, স্মৃতি, তাজুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, ২০২৪ সালের ১ আগস্ট পূর্বধলায় দেয়াল লিখন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের কিছু চিহ্নিত কর্মী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা আন্দোলন গড়ে তোলে এবং তা থেকেই জন্ম নেয় ‘জুলাই চেতনা’।

আয়োজকরা আরও বলেন, “ছাত্র-জনতার সাহসী ভূমিকা ও প্রতিবাদী ঐক্যকে স্মরণ করতেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এই চেতনা পূর্বধলার প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাধারন শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত