শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

গাইবান্ধার সাঘাটায় আইনশৃঙ্খলা সভা শেষে গ্রেপ্তার জুমারবাড়ি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৩ দুপুর

চলমান‘অপারেশন ডেভিলহান্ট’-এর অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে।

সভা শেষে মিলনায়তন থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিলহান্ট' এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি)বাদশা আলম  বলেন, আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করছিলাম। নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতে আজ তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত