শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় নাজিরপুর এপির উদ্যোগে,বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা 


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ৩১ জুলাই ২০২৫, ০৪:৪৮ দুপুর

নেত্রকোণার কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এপির উদ্যোগে লেংগুরায়, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে। 
 
আলোচনা সভা ও রেলীতে বক্তব্য রাখেন লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, এপি  ম্যানেজার পরিতোষ রেমা প্রোগ্রাম অফিসার  মৌরস্মী লিশা ঘাগ্রা,পিও নিঝুম সাংমা,, ইউপি সদষ্য নাজিম উদ্দীন প্রতিরোধ কমিটির সদস্য, নাজমুল হক, সৌরভ সরকার, অনিমা,সুমাইয়া, সেতু ওসুরমিনা।
 
আলোচনা সভা শেষে বিশাল রেলি লেংগুরা বাজার বিভিন্ন শ্লোগান সহ প্রদক্ষিনকরে স্কুল মাঠে এসে সমাপ্ত হয়।।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত