চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু , আহত ৪

আরবান ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ দুপুর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকায় ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃ্ত্যু হয়েছে। আহত ৪ জনের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাকী তিনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে পিকআপভ্যান- সিএনজি ও বোগদাদের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মৃত যুবক সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে শাহাজান পাটওয়ারী (৪০) । আহতরা হলেন একই উপজেলার শাহতলী এলাকার নুরু গাজী ও শরীফসহ চার জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসের হেড লাইট জ্বালানো ছিল। এ সময় চাঁদপুরমুখী সিএনজি চালক সামনে বন্ধ থাকা পিকআপ দেখতে না পেয়ে ত্রিমুখী চাপা পড়ে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ছিল। পরে স্থানীয়রা সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, ঘটনাস্থলে পুলিশের দুই কর্মকর্তা গিয়ে সুরতহাল রিপোর্ট করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বোগদাদ বাস ও পিকআপিভ্যানটি জব্দ করা হয়েছে।