একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

আরবান ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১১:১০ দুপুর
_original_1745212192.jpg)
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার এক কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।
রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একনেক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প; জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি-সেক্টর (২য় সংশোধিত) প্রকল্প; ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG)’ প্রকল্প; ‘চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘Livable and Inclusive Cities for All (LICA) Project’ প্রকল্প এবং ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘The Project for the Improvement of Equipment for Air Pollution Monitoring’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG)-Agricultural System Restoration Component’ প্রকল্প ও ‘Technical Support to Sustainable and Resilient Investment towards Agriculture Sector Transformation Programme of Bangladesh’ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG) (BWDB)’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘Bay Terminal Marine Infrastructure Development Project (BTMIDP)’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্প ও ‘বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ’ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘Strengthening Social Protection for Improved Resilience, Inclusion and Targeting (SSPIRIT)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৪র্থ সংশোধিত)’ প্রকল্প এবং অর্থ মন্ত্রণালয়ের ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সার্পোট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)-এর আওতায় প্রজেক্ট প্রিপারেশন অ্যাডভান্স (পিপিএ)’ প্রকল্প।
এবারের একনেক সভায় অর্ন্তবর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো PPS সফটওয়্যারের মাধ্যমে ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
একনেক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প; জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি-সেক্টর (২য় সংশোধিত) প্রকল্প; ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG)’ প্রকল্প; ‘চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘Livable and Inclusive Cities for All (LICA) Project’ প্রকল্প এবং ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘The Project for the Improvement of Equipment for Air Pollution Monitoring’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG)-Agricultural System Restoration Component’ প্রকল্প ও ‘Technical Support to Sustainable and Resilient Investment towards Agriculture Sector Transformation Programme of Bangladesh’ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘Bangladesh Sustainable Recovery, Emergency Preparedness and Response Project (B-STRONG) (BWDB)’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘Bay Terminal Marine Infrastructure Development Project (BTMIDP)’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্প ও ‘বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের খনন সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ’ প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘Strengthening Social Protection for Improved Resilience, Inclusion and Targeting (SSPIRIT)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৪র্থ সংশোধিত)’ প্রকল্প এবং অর্থ মন্ত্রণালয়ের ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সার্পোট প্রজেক্ট-২ (এফএসএসপি-২)-এর আওতায় প্রজেক্ট প্রিপারেশন অ্যাডভান্স (পিপিএ)’ প্রকল্প।
এবারের একনেক সভায় অর্ন্তবর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো PPS সফটওয়্যারের মাধ্যমে ‘তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।