নেত্রকোণা জেলা বিএনপির জনসভা সফল করতে পূর্বধলায় প্রস্তুতি সভা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ দুপুর

নেত্রকোণার জেলা বিএনপির আগামী ১৭ ফেব্রুয়ারি সোমবারের জনসভাকে সফল করতে পূর্বধলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার স্টেশন রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বাবুল আলম তালুকদার।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার আনারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক আহবায়ক আশরাফ হোসেন তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পুসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৭ তারিখের জনসভা সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে এবং সমাবেশে পূর্বধলা থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য আগামী ১৭ ফেব্রুয়ারি নেত্রকোনা কালেক্টর মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনএনপির সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল আলম।