বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
শিরোনাম

শেরপুরে জাতীয় স্কুল ক্রিকেটে জি.কে. পাইলটকে হারিয়েছে পুলিশ লাইন্স একাডেমী


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ রাত

শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে শুভসূচনা করেছে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)। 

শেরপুর সরকারী কলেজ মাঠে ৫ ফেব্রুয়ারি বুধবার দ্বিতীয় দিনের খেলায় ওপেনার সুদীপ সাহার হাফ সেঞ্চুরীতে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন ৬ উইকেটে পরাজিত করেছে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে। 

সকালে কুয়াশার কারণে বিলম্বে খেলা শুরু  হলে ৫০ ওভারের ম্যাচ কার্টেল করে ৩৫ ওভারে নির্ধারণ করা হয়। টস জিতে ব্যাটিংয়ে নামে  জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয় দল। 

ব্যাটিং সহায়ক উইকেটে অলরাউন্ডার জীবন মিয়া ৪৫ রান, ব্যাটার বিজয় ২৯ রান ও অতিরিক্ত থেকে আসা ৩০ রানের ওপর ভর করে ৩২ ওভার ২ বলে ১৪৯ রানের লড়াকু পূঁজি পায় জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়। 

পুলিশ লাইন্স একাডেমীর পক্ষে বোলার সজিব ৩৫ রানে এবং শাহীন ৩৭ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে জয়ের জন্য ১৫০ রানে টার্গেটে ব্যাট করতে নামে পুলিশ লাইন্স একাডেমী। শুরুতে স্বল্প পুঁজিতে ২টি উইকেট হারিয়ে বিপর্যয়ে আভাষ দিলেও একপ্রান্ত আগলে রাখা ওপেনার সুদীপ সাহা’র দায়িত্বশীল ব্যাটিং জয়ের বন্দরে পৌঁছে দেয় পুলিশ লাইন্স একাডেমীকে। 

ইনিংসের শুরুতে নেমে খেলা শেষের ৪ বল বাকী থাকতে সুদীপ আউট হলেও ১৩৯ মিনিট উইকেটে থেকে ৮৭ বলের মোকাবেলায় ১০ চার ২ ছক্কায় ৬৯ রান করে। এছাড়া টু ডাউনে নামা ব্যাটার সোবাহান ২৪ রান ও থ্রি ডাউনে নামা অলরাউন্ডার সিফাতের অপরাজিত ২৫ রান এবং অতিরিক্ত থেকে যোগ হয় ১৯ রান। ৩১ ওভার ১ বলের খেলায় শেষ বলে ছক্কা মেরে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান করে ৬ উইকেটের জয় নিয়ে উল্লাসে মেতে ওঠে পুলিশ লাইন্স একাডেমীর ক্ষুদে ক্রিকেটাররা।    

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিসিবি’র ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে জেলা সদরের ৪টি স্কুল নিয়ে এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার থেকে শেরপুর সরকারী কলেজ মাঠে শুরু হওয়া দলগুলো রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে।

সংক্ষিপ্ত স্কোর : জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়-১৪৯/১০, ৩২.২ ওভার (জীবন ৪৫, বিজয় ২৯, অতি. ৩০, সজিব ৩/৩৫, শাহীন ৩/৩৭)। পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন-১৫৫/৪, ৩১.১ ওভার (সুদীপ সাহা ৬৯, সিফাত ২৫*, সোবহান ২৪, অতি: ১৯, মোখলেছ-২/২৬)। পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন ৬ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত