নকলা উপজেলায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে নিহত ১, আহত ৫
জাহিদুল ইসলাম
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ দুপুর
শেরপুর জেলায় নকলা উপজেলায় মাওড়া গ্রামের শিববাড়ি স্থানে গতরাত আনুমানিক সাড়ে ৯ টায় সন্দেহভাজন ৬ ব্যক্তিকে আটক করে গ্রামবাসী পরে গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়, খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দেদের সহযোগিতায় আটক ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বাকি পাঁচজন আশঙ্কা জনক অবস্থায় আছে।
শেরপুর জেলার এসপি মহোদয় ও এডিশনাল এসপি মহোদয় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চার জনের পরিচয় পাওয়া গেছে ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা, প্রত্যেকে মাদক চুরাচালান এর সাথে জড়িত।