বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
শিরোনাম

বিজিবি'র মাদক বিরোধী অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৪ দুপুর

ছবি সংগৃহীত

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৮০ হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈই ইউনিয়নের বনবেড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় এমসি ডোয়েলস, এসি ব্ল‍্যাক, আইস ভদকা এবং ব্লেন্ডার প্রাইড মদ আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত