তিন শিক্ষার্থী বান্ধবীর আয়োজনে সরস্বতীপূজা
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ দুপুর
কেশবপুর ‘সৌহার্দ্যপাড়া’টি ডাকবাংলো ও পৌরসভা সড়কের মাঝে অবস্থিত। এ পাড়ায় বিভিন্ন স্থান থেকে এসে মানুষ বসতি স্থাপন করেছেন। ওই পাড়ায় তিন ছাত্রীর উদ্যোগে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। তাদের এমন উদ্যোগ এলাকাবাসীকে করেছে অনুপ্রাণিত। এলাকার ছেলেরা দেশের বিভিন্ন স্থানে পড়া-লেখা করতে যাওয়ার কারণে ওই তিন ছাত্রীর এমন উদ্যোগে এলাকার শিশু শিক্ষার্থীরা বিদ্যা লাভের আশায় দেবীর আরোধনা করে। এ আয়োজন না করলে শিশুরা দেবির আরোধরা থেকে বঞ্চিত হতো। এ কাজে এলাকার নারীরা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। অন্য দিনের তুলনায় ভোর থেকেই শীতের তীব্রতা কম ছিল। যে কারণে সূর্য উঠার সঙ্গে সঙ্গে ওই পাড়াতেই শুরু হয়ে যায় বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন।
পাড়ার প্রায় বাড়ি গুলোতে গাছে গাছে ফুটেছিল তরতাজা ফুল। বিদ্যার দেবী সরস্বতীকে ধরণিতে বরণ করে নিতে এ যেন প্রকৃতির মায়াময় আয়োজন। বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার দেবী সরস্বতী। উপজেলার ডাকবাংলো সংলগ্ন সৌহার্দ্যপাড়ার ভেতর ছোট স্বরু গলির ওপর সুদৃশ্য কাপড়ের প্যান্ডেলের ভেতর বানানো হয়েছে অস্থায়ী মন্দির। এলাকার গৃহবধূ দেবযানী গৌস্বামী, স্বপ্না রানী দাস, সন্ধ্যা রানী পাল ও স্বপ্না রানী রায় বলেন, তাদের পাড়ায় ওই তিন ছাত্রী বিদ্যা বেদী সরস্বতী পূজার আয়োজনে এলাকার শিশু শিক্ষার্থীরা বিদ্যা লাভের আশায় দেবীর আরোধনা করতে পেরেছে। ওই তিন বান্ধবী এ আয়োজন না করলে পাড়ার শিশুরা শিক্ষার্থীরা দেবির আরোধরা থেকে বঞ্চিত হতো।
সৌহার্দ্যপাড়ার সরস্বতীপূজার এ আয়োজনে বিগত বছরে নেতৃত্বে ছিলেন ছেলেরা। কিন্তু পড়ালেখা ও ব্যক্তিগত কাজে আগের আয়োজকদের কেউ এ বছর না থাকায় পূজা হবে কি হবে না, এমন অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু সব অনিশ্চয়তা দূর করে পূজার আয়োজনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রাবণী দাস, যশোর এম এম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী সৌমিতা গৌস্বামী ও খুলানা দৌলতপুর বি.এল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বনানী সাহা। তারা তিন বান্ধবী। শ্রাবণী দাস জানান, তাদের এমন আয়োজনে এলাকাবাসী খুঁশি হয়েছেন। সৌমিতা গৌস্বামী বলেন, এলাকার শিশু শিক্ষার্থীরা বিদ্যা লাভের আশায় দেবীর আরোধনা করতে পারে তাদের এ উদ্যোগ স্বার্থক হয়েছে বলে মনে করেন।
সৌহার্দ্যপাড়ার তিন ছাত্রীর আয়োজনে সরস্বতী পূজায় পুরোহীত ছিলেন, বাসুদেব গৌস্বামী। তিনি বলেন, ওই তিন শিক্ষার্থী বান্ধবীর এমন আয়োজনে এলাকার সকল বাসীন্দারাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।