আগামীকাল থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র বোর্ড পরীক্ষা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ রাত
_original_1738512891.jpg)
আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা । এতে সারাদেশে চার শ্রেণিতে ২৩ হাজার ৭০৭টি মাদরাসা থেকে ৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করবে । সারা দেশে ৫৯টি জোনে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে ।
নেত্রকোণা জেলায় পূর্বধলা, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত জোনে ৪৬টি কেন্দ্রে প্রায় ১২হাজার শিক্ষার্থী অংশগ্রহন করবে। ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মাও: সাইফুল্লাহ মানসুর বলেন, আগামীকাল সোমবার ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত । পরীক্ষায় ইবতেদায়ীইয়্যাহ (৫ম) মুতাওয়াসসিতাহ (৭ম), সানাবিয়া উলইয়া (১০ম), ফযিলত (একাদশ) এই চার শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহন করবে ।
পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে । পরীক্ষার প্রশ্নপত্র প্রতিদিন সকাল ৮.৩০ মিনিটে কেন্দ্রীয় বোর্ড থেকে স্ব স্ব কেন্দ্রের মেইলে অনলাইনে পাঠানো হবে এবং ৯টার পূর্বেই প্রশ্ন প্রিন্ট করে পরিক্ষার্থীর হাতে পৌঁছাতে হবে । এজন্য তিনি ওই সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ।
নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: শাহিনুর আলম বলেন, জাতীয় গ্রিডে কোন সমস্যা না হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা করা হবে।