ভালুকায় বিদ্যালয়ের কমিটি অনুমোদনের জন্য মানববন্ধন
আবুল বাশার শেখ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ রাত
ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষকের প্রস্তাবিত তালিকা অনুমোদন দেওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মফিজুল ইসলাম চৌধুরী
দুলু, উপজেলা যুবদলের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামসুল হুদা বাবুল, সিএনজি অটো মাহেন্দ্র শ্রমিক ইউনিয়ন ভালুকা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে প্রধান শিক্ষক কর্তৃক প্রস্তাবিত তালিকাটি দ্রুত অনুমতির দাবি জানান।