আটপাড়া উপজেলা পাঠাগারের উদ্বোধন
ফয়সাল চৌধুরী
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ রাত
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য রফিক তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন, সদস্য সচিব নূর ফরিদ, জেলা বৈষ্যম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক আল আকরাম খান।