নেত্রকোণায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ দুপুর
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলের দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ৪ জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের লক্ষে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা করা হয়েছে।
আলোচনা সভায় মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফিরোজ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (লিটন)।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো: নাসির উদ্দিন সহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।