রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

ঢাকায় আসছেন ইলন মাস্ক


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ দুপুর

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা- স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ঢাকা আসতে পারেন।  

আগামী বছরের এপ্রিলে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হবে।

এতে অংশ নেবেন সারাবিশ্বের বিনিয়োগকারীরা। আর এই সম্মেলনে অংশ নিতে পারেন ধনকুবের ইলন মাস্কও।

সূত্র জানায়, বাংলাদেশ সরকার ইলন মাস্কের সফর নিয়ে খুব আশাবাদী। ইতোমধ্যে তার নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে এতে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র সংযুক্ত থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনের লক্ষ্যে এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করে প্রস্তুতি চলছে। প্রস্তাবিত সময় বা তার কাছাকাছি তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আমন্ত্রিত হবেন বিশ্বের ধনী ব্যক্তিরা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকেও এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হতে পারে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত