ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় হাফিজিয়া মাদ্রাসার জমি উদ্ধার করতে সংবাদ সম্মেলন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ রাত

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন বাজারের মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার নামে থাকা জমি উদ্ধার করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটি। 

রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুর রাশিদ লিখত বক্তব্যে সাংবাদিকদের জানান, মাদরাসাটি বাংলাদেশ রেলওয়ের লিজকৃত ১৩শতাংশ ভুমিতে ১৯৮০সালে প্রতিষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলীর পৃষ্ঠপোষকতায় তাঁর নাম অনুসারে মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা হিসেবে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে ওই জায়গায় প্রায় বিগত ২৬/২৭ বছর যাবত স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রভাব কাটিয়ে জোরপূর্বক মোহাম্মদীয় হাফেজিয়া মাদ্রাসার জায়গা দখলে নেন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির। এছাড়াও মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার জায়গায় পাঁচটি দোকান ঘরের ভাড়া দিয়ে জামানত বাবদ ৮লক্ষ ৬৪ হাজার ৫০০টাকা অসৎ উদ্দেশ্যে হাতিয়ে নেন। সেই সাথে ভাড়া বাবদ তিনি ২৬ বছরে প্রায় ৩২ লক্ষ ৭৬ হাজার টাকা আত্মসাত করেছেন বলে দাবী করা হয়। 

তারা দখলদার শাহজান কবিরকে অতি দ্রুত মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও দোকান পাঠের দখল ছেড়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার কার্যক্রম পার্শ্ববর্তী তার নিজস্ব জায়গায় চালানোর দাবী করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, রেলওয়ে স্টেশন জামে মসজিদ কমিটির সহ সভাপতি জিলু ফকির, আব্দুল কুদ্দুস, সদস্য আল-আমিন, বিএনপি নেতা আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত